দোয়ারাবাজার প্রতিনিধি :: টানা চার দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজারের হাওড়-বাওড়সহ নিম্নাঞ্চলের ফসলী জমি, বীজতলা ও বিভিন্ন রাস্তাঘাট ক্রমশ তলিয়ে যাচ্ছে।
ভারি বর্ষণে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় আগাম বন্যার আশঙ্কা করছেন উপজেলাবাসী। অপরদিকে কাঙ্খিত উৎপাদিত ফসল ঘরে তুলতে না পারায় চোখে সর্ষেফুল দেখছেন কৃষকরা।
এ দিকে সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, ধূমখালি ও ছাগলচোরাসহ বিভিন্ন হাওর, খাল-বিলের পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাবাজার, লক্ষীপুর, বগুলা, নরসিংপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, মান্নারগাঁও ও দোয়ারা সদর ইউনিয়নের বিভিন্ন রাস্তা, লোকালয় ও ফসলি জমিতে হু হু করে পানি ঢুকছে।
তলিয়ে যাওয়া অবশিষ্ট বোরো ফসল, বীজতলা ও রবিশস্য বিনষ্টের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা। অপরদিকে গো-খাদ্য সংকটসহ মৎস্য খামারিরাও রয়েছেন চরম শঙ্কায়। কারণ গত বছর পর পর চারদফা বন্যায় ভেসে গেছে শতাধিক খামারের মাছ, মাছের পোনা ও রেনু।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ বলেন, পানি বৃদ্ধি পেলেও তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দূর্যোগ মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনিক তৎপরতা প্রস্তুত রয়েছে।

