বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার রাষ্ট্রীয় দুটি প্রচার মাধ্যমের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুরের দিকে দেশটির সবচেয়ে বড় রাষ্ট্রীয় টিভি চ্যানেল রুপাভিহিনি শ্রীলঙ্কার কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ওই চ্যানেলের কার্যালয়ে প্রবেশ করায় প্রকৌশলীরা কাজ করতে অস্বীকৃতি জানান। খবর বিবিসির।
এর ঘণ্টাখানেক পরই আরও একটি প্রচার মাধ্যমের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে ওই চ্যানেলের নাম জানা যায়নি। সেখানেও বিক্ষোভকারীরা প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয়ও দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা। কলম্বোর ফ্লাওয়ার রোডে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন বিক্ষুব্ধ জনতা।
তবে এমন পরিস্থিতিতেও রনিল বিক্রমাসিংহ নিরাপদেই আছেন। কারণ বিক্ষুব্ধ জনতা যে সময় তার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেছে তিনি সেসময় সেখানে ছিলেন না।
বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটক ভেঙে ঢুকে পড়েন। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণ এখন বিক্ষোভকারীদের দখলে।
এর আগে দেশ থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এবার তিনি সেখান থেকে সিঙ্গাপুরে যাচ্ছেন বলে লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

