সিলেটের জনপ্রিয় ব্যান্ড ‘টাফ বয়েজ’-এর ভোকাল সন্দ্বিপ বণিক (৫৩) আর নেই। তিনি শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে সিলেট নগরের শেখঘাট টিকরপাড়াস্থ শুভেচ্ছা ২৫৭ নং বাসায় না ফেরার দেশে পাড়ি জমান। এ তথ্য নিশ্চিত করেছেন রক স্টার জাহিদ মাসুদ।
Thank you for reading this post, don't forget to subscribe!সন্দ্বিপ বণিক-এর অকাল প্রয়াণে সিলেটের সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া বিরাজ করছে। তাকে শেষবারের মতো একনজর দেখতে তার বাসায় অসংখ্য ভক্ত, স্বজন ও শুভানুধ্যায়ীরা ভির করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে সন্তান রেখে গেছেন। সন্দ্বিপ বণিক সারাজীবন ব্যান্ড সঙ্গীত নিয়েই কাটিয়েছেন। ‘অজানা পথে মোরা চলেছি দু’জন, জানি না এই পথ ফুরাবে কখন’সহ অসংখ্য গানের শিল্পী সন্দ্বিপ বণিকের শেষকৃত রবিবার (৫ মার্চ) সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশানঘাটে সম্পন্ন হয়।

