ডায়াল সিলেট ডেস্ক :: ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ সম্প্রতি শাহী ঈদগাহ সিলেটে প্রতিষ্ঠিত তাদের নিজস্ব ভবনে প্রথমবারের মতো একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সিলেটের স্বনামধন্য হেপাটোলজিস্ট এবং গ্যাস্ট্রো এন্টারোলজিস্টবৃন্দ অংশগ্রহণ করেন। নবনির্মিত ভবনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত জমিতে প্রতিষ্ঠা করা হয়েছে ।
Thank you for reading this post, don't forget to subscribe!
ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী সবাইকে স্বাগত জানান এবং এই অঞ্চলে লিভারের রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষায়িত লিভার হাসপাতাল করার উদ্দেশ্যে বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বর্ণনা করেন। এই প্রতিষ্ঠান সিলেট অঞ্চলের লিভার রোগ ও ভাইরাল হেপাটাইটিস (বিশেষ করে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’) প্রতিরোধে, চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনসাধারণ ও বাংলাদেশ সরকারের উদার সমর্থনে এটি সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের গ্যাস্ট্রো-এন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের গ্যাস্ট্রো-এন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াত, সিলেট ওমেনস মেডিকেল কলেজে এর গ্যাস্ট্রো-এন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. মধুসূদন শাহা, পার্কভিউ মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. কে এম জে জাকি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের গ্যাস্ট্রো-এন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম কে সুর চৌধুরী, ডা. মো. ওলিউর রহমান এবং ডা. মোস্তাক উদ্দিন আহমেদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী জানে আলম এবং আল হারামাইন হাসপাতালের কনসালটেন্ট প্যাথলজিস্ট ডা. মো. জাকির হোসেন ।
এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ সিলেটের চীফ কোঅর্ডিনেটর জনাব শওকত উর রহমান এবং লিভার ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী মোতাসির আলী।
ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর প্রধান নির্বাহী জুনায়েদ মোর্শেদ পাইকার বাংলাদেশে লিভারের রোগ প্রতিরোধ, চিকিৎসা, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে লিভার ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন । তিনি সিলেট এবং সিলেট অঞ্চলে দীর্ঘ দিন ধরে পরিচালিত বিভিন্ন লিভার রোগের উক্ত প্রতিষ্ঠানের জনসেবামূলক কার্যক্রম বর্ণনা করেন।
অতিথিরা সিলেটে লিভার ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং লিভার ফাউন্ডেশনের কার্য়ক্রমে নিজেদের সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন।
এই অঞ্চলের সব ধরনের লিভার রোগ বিশেষ করে ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধ, চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব ধরনের চিকিৎসা সেবা সাশ্রয়ী মূল্যে এবং সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে প্রদান করা হবে।
সিলেটের স্বনামধন্য হেপাটোলজিস্ট এবং গ্যাস্ট্রো-এন্টারোলজিস্টবৃন্দের অংশগ্রহণে এই ফাউন্ডেশনের কনসালটেশন ও ডায়াগনিস্টক কার্যক্রম, সিলেটের শাহী ঈদগায় শীঘ্রই শুরু হতে যাচ্ছে।

