দীর্ঘদিন ঘরোয়া পরিবেশে সভা-সমাবেশ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ত জামায়াতে ইসলামী। তবে এই দৃশ্যপট পাল্টেছে। বিশেষ করে রাজধানীতে ১০ জুনের সমাবেশের পর থেকে অনেকটা ফুরফুরে মেজাজে আছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় ঢাকার পর এবার সিলেটে বিভাগীয় সমাবেশ করে নিজেদের শক্তি জানান দিতে চায় তারা।
Thank you for reading this post, don't forget to subscribe!দশ দফা দাবিতে আগামী শনিবার (১৫ জুলাই) সিলেটে সমাবেশ করতে মহানগর পুলিশের (এসএমপি) অনুমতি চেয়ে আবেদন করছিল জামায়াতে ইসলামী।
গত বুধবার (৫ জুলাই) বিকেলে পাঁচ সদস্যের প্রতিনিধি দল জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারী মো. শাহজাহান আলী স্বাক্ষরিত আবেদনপত্রটি এসমপিতে জমা দিয়েছেন।
পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারী মো. শাহজাহান আলী।
প্রতিনিধি দলের অন্যরা হচ্ছেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট বারের সিনিয়র আইনজীবী আজিম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল খালিক।
তবে কোনোভাবেই সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ , ‘‘এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। তবে নেগেটিভ কিছু আছে কি-না তা নিয়ে আমরা কাজ করেছি। তবে যেসব তথ্য পাওয়া গেছে তাতে নেগেটিভ। তাই এখন পর্যন্ত অনুমতি না দেওয়ার সম্ভাবনা বেশি।’’
অন্যদিকে সমাবেশের অনুমতি পাওয়া যাবে এমনটা আশা করছে জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারী মো. শাহজাহান আলী , ‘‘মহানগর পুলিশের পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিক কিছু এখনো জানানো হয়নি। তবে আমরা আশাবাদী অনুমতি পাব। কারণ রাজধানীর মতো জায়গায় অনুমতি দেওয়া হয়েছে। আরও কয়েকটি জায়গায়ও আমাদের অনুমতি দেওয়া হয়।’’
শাহজাহান আলী আরও বলেন, ‘‘সিলেটে আমরা শান্তিপূর্ণভাবে সুন্দর একটি সমাবেশ করতে চাচ্ছি। আমরা ৯৯ শতাংশ আশাবাদী মহানগর পুলিশ আমাদের অনুমতি দেবে।’’
জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উদ্যোগে কেয়ারটেকার সরকার পুণঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামার মুক্তি সহ দশ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৫ জুলাই ২০২৩ ইং শনিবার দুপুর ২টায় সিলেট সাব রেজিষ্ট্রার মাঠে এক সমাবেশের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত কর্মসূচী আমরা সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চায় তারা। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

