ডায়াল সিলেট ডেস্ক :: বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে সিলেট জেলার সকল উপজেলা পর্যায়ে আজ সোমবার বিকেল ৩ ঘটিকা থেকে ৫ ঘটিকা পর্যন্ত ঘোষিত যুগপৎ অবস্থান কর্মসূচি পালিত হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

কর্মসূচি চলাকালে বিশ্বনাথ উপজেলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সদর উপজেলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, দক্ষিণ সুরমা উপজেলায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিয়ানীবাজার উপজেলায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জকিগঞ্জ উপজেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, গোলাপগঞ্জ উপজেলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন, কানাইঘাট উপজেলায় জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), বালাগঞ্জ উপজেলা জেলা বিএনপির সহ সভাপতি হাজী মো. শাহাবুদ্দীন, জৈন্তাপুর উপজেলায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইসতিয়াক আহমেদ সিদ্দীকি, গোয়াইনঘাট উপজেলায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমেদ পাটোয়ারী রিপন, ফেঞ্চুগঞ্জ উপজেলায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোম্পানীগঞ্জ উপজেলায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

 

এর আগে গত ৫ এপ্রিল বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক পত্রে ৮ এপ্রিল সিলেট জেলা বিএনপির পূর্ব নির্ধারিত গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকায় অবস্থান কর্মসূচির তারিখ পরিবর্তন করে সিলেট জেলায় ১০ এপ্রিল অবস্থান কর্মসূচি পালন করার নির্দেশনা দেয়া হয়।

 

উক্ত কর্মসূচিসমূহ সফল করতে সিলেট জেলার সকল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দসহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *