নাইওরপুল থেকে সরে গেল এসএমপি কমিশনার কার্যালয়

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯

নাইওরপুল থেকে সরে গেল এসএমপি কমিশনার কার্যালয়

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় স্থানান্তর করা হয়েছে।

নাইওরপুলে স্থায়ীভাবে বহুতল ভবন নির্মাণের জন্য গতকাল ২৩ অক্টোবর থেকৈ অস্থায়ীভাবে শাহজালাল উপশহরের এফ ব্লকের ১ নম্বর রোডের ২২৮ নম্বর বাসায় স্থানান্তর করা হয়েছে।

এখন হতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ), উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সিটিএসবি), এডিসি (সদর), এসি (সদর), স্টাফ অফিসার টু-কমিশনারসহ সদর দপ্তরে কর্মরত সকল অফিসারবৃন্দ নতুন কার্যালয়ে অফিস করবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা।

এসএমপি (সদর দপ্তর) এর সাথে দাপ্তরিক যোগাযোগ বা প্রয়োজনে নতুন ঠিকানায় যোগাযোগ করার জন্য সদয় অনুরোধ জানিয়েছেন তিনি। এ ছাড়া নতুন কার্যালয়ের ঠিকানা সংক্রান্ত এসএমপি কন্ট্রোল রুম (০৮২১-৭১৬৯৬৮, ০১৭১৩-৩৭৪৩৭৫) এ যোগাযোগ করা যেতে পারে।

0Shares