শাবির ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনের ৪২ জনের লড়াই

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

শাবির ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনের ৪২ জনের লড়াই

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪২ জন পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘বি’ ইউনিটে ১০০ টি সংরক্ষিত আসনসহ মোট ১৭০৩ টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেছেন মোট ৭০ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী।

এর মধ্যে এ-ইউনিটের ৬১৩ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৭ হাজার ৩৯ জন শিক্ষার্থী এবং বি-ইউনিটের ৯৯০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ৪৩ হাজার ৫০৪ জন শিক্ষার্থী। বি১-ইউনিটে আবেদন করেছেন ৪০ হাজার ৫৪১ জন ও বি২-ইউনিটে আবেদন করেছেন ২ হাজার ৯৬৩ জন শিক্ষার্থী। এছাড়া ১০০ টি আসন মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, পোষ্য, বিকেএসপি, প্রতিবন্ধী ও চা শ্রমিক সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।

২৬ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ৯টায় এ-ইউনিট ও দুপুর ২ টা ৩০ মিনিটে বি-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

0Shares