শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫১ শতাংশ

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫১ শতাংশ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. বেলাল উদ্দিন । এবছর ভর্তি পরীক্ষায় পাশের হার ৫১ শতাংশ।

অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, ভর্তি পরীক্ষায় ৫১শতাংশ পাশ করেছে। পরীক্ষায় এ ও বি ইউনিটে আবেদনের প্রেক্ষিতে ৭০ হাজার ৫৬২ জনের মধ্যে ৫৭ হাজার ৬১৯জন উপস্থিত ছিল। এর মধ্যে ২৯ হাজার ৪৮০ জন পাশ করেছে।

তিনি আরো জানান, এবারের কোন মেধাতালিকা কিংবা অপেক্ষমান তালিকা করা হয় নি। বরং এবছর মেধাক্রমে র‌্যাঙ্কিং করা হয়েছে। র‌্যাঙ্কিং অনুযায়ী আগামী ১২ তারিখ থেকে ২০১৯-২০ সেশনের ভর্তি কার্যক্রম শুরু হবে। এদিকে ভর্তি কার্যক্রমে মেধার ক্রমানুসারে ভর্তির দিন ডাকা হবে বলেও জানান তিনি।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য কেন্দ্রে পরিচালক অধ্যাপক ড. মো. রেজা সেলিম জানান, কোন টেকনিক্যাল সমস্যা না থাকলে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SUST<>RESULT<>Admission Roll no/User Id লিখে ১৬২৪২ নং এ পাঠানোর মাধ্যমেও ফলাফল জানানো হবে।

এদিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা আগামী ১২ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু করবো।’

একাডেমিক কাউন্সিল সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

0Shares