প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯
ডায়ারসিলেট ডেস্ক:শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সরকারের ওপর হামলার ঘটনায় সংগঠনটির সাত নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের ওপর হামলার ঘটনায় আরেক ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয়
থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। শনিবার ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সিন্ডিকেটের ২১৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার একাধিক সিন্ডিকেট সদস্য সূত্রে জানা যায়, রাজীবের ওপর হামলার ঘটনায় সবাইকে বিভিন্ন মাত্রায় জরিমানা করা হয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে জরিমানা পরিশোধ না করলে আরও এক সেমিস্টার বহিষ্কার করার সুপারিশ করেছে শৃঙ্খলা বোর্ড। অন্যদিকে, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের মারামারি কিংবা সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। একই ঘটনায় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুস্তাকিম আহমেদ মুস্তাকের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনুমতি ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেয়া হয়।
এক সেমিস্টার বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কার্যনির্বাহী সদস্য এমএ আরিফ ১০,০০০ টাকা জরিমানা, একই বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সম্পাদক আবদুল বারী সজীব (৮,০০০ টাকা জরিমানা), ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সম্পাদক সুমন মিয়া (৩,০০০ টাকা জরিমানা), ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মো. রিশাদ ঠাকুর (৮,০০০ টাকা জরিমানা), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সহ-সভাপতি মাহবুব আল আমিন শোভন (৭,০০০ টাকা জরিমানা), বাংলা বিভাগের শিক্ষার্থী ও একই বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাওসার আহমেদ সোহাগ (৫,০০০ টাকা জরিমানা), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ও একই বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ রানা (৬,০০০ টাকা জরিমানা)।
এছাড়া ২০১৮ সালের ২৫শে মার্চ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান নাঈমকে ছুরিকাঘাত করার ঘটনায় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রশিদ রাসেলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় সিন্ডিকেটে।
শৃঙ্খলা বোর্ডের সুপারিশে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান।
উল্লেখ্য, চলতি বছরের ২৩শে মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজীব সরকারের ওপর ধারালো অস্ত্র ও জিআই পাইপ দিয়ে হামলা চালায় ছাত্রলীগের অন্য একটি গ্রুপের নেতাকর্মীরা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech