গ্র্যান্ড পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের পুরুস্কার বিতরণী সম্পন্ন

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯

গ্র্যান্ড পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের পুরুস্কার বিতরণী সম্পন্ন

ডায়ালসিলেট ডেস্ক : : সিলেটে গ্র্যান্ড পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের পুরুস্কার বিতরণী ও মনো্জ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
সোমবার বিকেল ৩ ঘঠিকার সময় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গ্র্যান্ড পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.হাবিব আল নুর

অত্র প্রতিষ্টানের শিক্ষিকা নাবিলা চৌধুরী ও সুমাইয়া ইয়াসমিনের যৌথ পরিচালানায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক ডা. জাকারিয়া হোসেন।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্থইষ্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সলর প্রফেসর ড.আতফুল হাই শিবলী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.আতফুল হাই শিবলী বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত,শিশুদের মধ্যেই সুপ্ত থাকে ভবিষ্যতের কত কবি, শিল্পী, বৈজ্ঞানিক, সাহিত্যিক, চিকিৎসক ইত্যাদি বিভিন্ন প্রতিভা বেরিযে আসছে আমাদের সেগুলোকে সঠিক ভাবে কাজে লাগা্তে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. তোফায়েল আহমদ,
অত্র প্রতিষ্টানের পরিচালক তানভীর আহমদ চৌধুরীসহ শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী সহ অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। গ্র্যান্ড পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এসময় গান,কবিতা ও নিত্য প্রদর্শন করেন।
পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

 

0Shares