সোমবার থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

সোমবার থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে

ডায়ালসিলেট ডেস্ক::সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৮নভেম্বর) আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় বিকেল ৪ টায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ওই কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের এই সুবিধা তাদের ঝামেলা কমিয়ে দেবে। তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য মিশন এবং মন্ত্রনালয়ে ২৪ ঘন্টা হটলাইন চালু হয়েছে।
প্রবাসীদের লোভনীয় প্রণোদনা প্রদান করায় দেশে বেশি রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত হয়েছেন।
এসময় তিনি বাংলাদেশের বিভিন্ন সাফল্যের গল্প এবং বাংলাদেশে ঘটে যাওয়া অভূতপূর্ব সফলতার কথা তুলে ধরেন। তিনি বিদেশ বাংলাদেশের ভাবমূর্তি সম্পর্কে ইতিবাচক চিত্র উপস্থাপনের জন্য আহ্বান জানান।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ২০২০ সালে এবং বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী উদযাপনে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে মহাপরিচালক (এনআইডি), জাতীয় নির্বাচন কমিশন, এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0Shares