দুস্থ্যদের মধ্যে জালালাবাদ যুব কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

দুস্থ্যদের মধ্যে জালালাবাদ যুব কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

ডায়ালসিলেট ডেস্ক:জালালাবাদ যুব কল্যাণ সংস্থা সিলেটের উদ্যোগে অসহায় ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি মির্জাজাঙ্গালস্থ পাবলিক কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সটিটিউট কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। জালালাবাদ যুব কল্যাণ সংস্থা সিলেটের চেয়ারম্যান মো. আবু তাহেরের সভাপতিত্বে ও মহাসচিব ধ্রব গৌতমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার অসহায় মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছে। সমাজের অবহেলিত মানুষের জীবন মান উন্নয়ন বর্তমান সরকার বদ্ধ পরিকর। তাই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও সমাজে সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, ২নং ওয়ার্ড কাউন্সিলর সম্রাট কর, সিলেট সদর সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সোহাগ, মহানগর সহকারি কমান্ডার মনাফ খান, ডাক্তার শ্যামসুন্দর ঘোষ, যুগ্ম সচিব আবুল বাশার, অর্থ সচিব অলিউর রহমান, কানাইঘাট ইসলামি ব্যাংকের কর্মকর্তা মো. শুয়াইবুর রহমান, পাবলিক কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম. শিহাব, জালালাবাদ যুব কল্যাণ সংস্থা সিলেটের প্রচার সম্পাদক এমরান ফয়সল, রিপন আক্তার হেপি, আল মামুন বাবলু প্রমুখ।

0Shares