প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক:কবি জালাল জয়ের প্রথম কাব্যগ্রন্থ ’লাল রিকশা’র মোড়ক উম্মেচন করা হয়েছে। পার্কভিউ মেডিকল কলেজের প্রিন্সিপাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা.অছুল আহমেদ চৌধুরী।গতকাল সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানাস্থ মালিক কম্প্যাথ ডায়গনেস্টিক সেন্টারে। কবি জালাল জয়ের প্রকাশিত ’লাল রিকশা কাব্যগ্রন্থ’র মোড়ক উম্মেচনকালে প্রিন্সিপাল প্রফেসর ডা.অছুল আহমেদ চৌধুরী বলেন, মানুষের জ্ঞান আহরণ ও জ্ঞান চর্চার বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে ভাল বই। মানুষের ব্যক্তিগত, চারিত্রিক, নৈতিক ও আদর্শিক মান্নোয়নে ভাল বই পড়ার বিকল্প নেই। একটি জাতির ইতিহাস জানতে এবং তার পরবর্তী প্রজন্মকে তাঁদের কৃষ্টি, কালচার, ঐতিহ্যকে ধারণ ও লালন করতে সাহিত্যের প্রকাশ ও বিকাশের বিশেষ গুরুত্ব রয়েছে।বয়ে চলা প্রতিনিয়ত সমাজের কর্মচিত্র কাব্যগ্রন্থটির মাঝে কবি ফুটিয়ে তুলেছেন। ,বই ছাড়া সমাজ অচল। যতই ইন্টারনেট ও মোবাইল গোটা দুনিয়াকে দখল করুক, তবুও এখনো মানুষের মনে খোরাক যোগায় বই। নতুন বইয়ের গন্ধ এখনও কিছু সংখ্যক মানুষকে পাগল করে দেয়। জালাল জয় এত ব্যস্ততার মাঝে থেকেও সময় বের করে লেখালেখি করেন, এটা আমাকে উদ্বুদ্ধ করেছে। যা সত্যিই অসাধারণ।এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এমরান ফয়সল,মালিক কম্প্যাথের ম্যানেজার মাহবুবুর রহমান, তরুণ কবি,রাহিত পারভেজ জয়,কৃতেশ দেবনাথ,সানী,আক্তার,জুয়েল,শহিদুল,মুজিব,মো.সফিয়ার রহমান,প্রমুখ
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech