ইরানের হামলায় ১০৯ মার্কিন সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছে

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

ইরানের হামলায় ১০৯ মার্কিন সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছে

ডায়ালসিলেট ডেস্ক :: ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ১০৯ জন মার্কিন সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছে। তাদের মধ্যে ৭৬ জন সুস্থ হয়ে কর্মক্ষেত্রে ফিরে গেছেন।

গত ৩ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানিকে হত্যা করে । এই হত্যার প্রতিশোধে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। কিন্তু হামলার কিছুদিন পর পেন্টাগন জানায়, ইরানের হামলায় ৬৪ মার্কিন সেনা আঘাত পেয়েছে। এখন এই সংখ্যা বেড়ে ১০৯ হয়েছে।

 

0Shares