নিউ হ্যাম্পশায়ারে বিজয়ী হয়েছেন বার্নি স্যান্ডার্স

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

নিউ হ্যাম্পশায়ারে বিজয়ী হয়েছেন বার্নি স্যান্ডার্স

ডায়ালসিলেট ডেস্ক :: নিউ হ্যাম্পশায়ারে সিনেটর বার্নি স্যান্ডার্স প্রাইমারি নির্বাচনে সামান্য ব্যবধানে বিজয়ী হয়েছেন । মঙ্গলবার  প্রেসিডেন্ট পদে প্রার্থিতার জন্য ডেমোক্রেট দল থেকে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভোটে বিজয়ী হয়ে ফ্রন্টরানার হয়ে উঠে আসেন স্যান্ডার্স। ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ডের সাবেক মেয়র পিট বুটিগিগ তার প্রায়  কাছাকাছি ছিলেন । এতে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে হতাশ করে ৫ম অবস্থানে পাঠিয়ে দিয়েছেন ভোটাররা।

নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে নির্বাচনী ফল প্রকাশের পর সমর্থকদের উদ্দেশে স্যান্ডার্স বলেছেন, এই বিজয় দিয়েই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইতি ঘটানোর যাত্রা শুরু হলো। অন্যদিকে প্রাইমারি নির্বাচনের পর পিট বুটিগিগ যখন সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন তখন স্যান্ডার্সের সমর্থকরা তাকে দুয়োধ্বনি দেন। স্ক্রিনে বুটিগিগের বক্তব্য প্রচারকালে তারা স্লোগান দিতে থাকেন ‘ওয়াল স্ট্রিট পিট’।

0Shares