মৌলভীবাজারে পাওয়া গেল ৯ মেট্রিক টন পেঁয়াজ

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

মৌলভীবাজারে পাওয়া গেল ৯ মেট্রিক টন পেঁয়াজ

ডায়ালসিলেট ডেস্ক::   শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে পরিত্যক্ত অবস্থায় ৯ মেট্রিক টন পেঁয়াজ উদ্ধার করে পুলিশ। এ সময় পেঁয়াজের কোনো মালিক ও বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ পরিত্যক্ত হিসেবে পেঁয়াজ ভর্তি ট্রাকটি থানায় নিয়ে আসে।

শনিবার দুপুরে সমশেরনগরস্থ চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা সজল কান্তি দাসের উপস্থিতিতে এ নিলাম কার্যক্রমে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, ওসি (তদন্ত) সোহেল রানা, এসআই আল আমিনসহ অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

পরে শ্রীমঙ্গল থানা চত্বরে খোলা নিলামে ৩ লাখ ৮৭ হাজার টাকায় এ সব পেঁয়াজ বিক্রি করা হয়। ব্যবসায়ী হাজী কামাল হোসেন উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ লাখ ৮৭ হাজার টাকায় পেঁয়াজ ক্রয় করেন এবং এ টাকা সরকারি কোষাগারে রাজস্ব হিসাবে জমা হয়।

পুলিশের ধারণা, অতি মুনাফার লোভে স্থানীয় কোনো ব্যবসায়ী ৯ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে চোরাইপথে শ্রীমঙ্গলে নিয়ে আসতে পারে।

0Shares