সিলেটে করোনা আক্রান্ত নারীর সংস্পর্শে থাকা ৪৪ জন স্বাস্থ্যকর্মী হোম কোয়ারেন্টিনে

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

সিলেটে করোনা আক্রান্ত নারীর সংস্পর্শে থাকা  ৪৪ জন স্বাস্থ্যকর্মী হোম কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ সদর উপজেলা থেকে গত রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নতুন এক নারীর শরীরের নমুনা পরীক্ষা করা হয় এতে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

এসময় করোনায় সনাক্ত ঐ নারী ওসমানী মেডিকেলের গাইনী বিভাগে চিকিৎসাধীন ছিলেন আজ সোমবার সকালে তাকে ওসমানী মেডিকেল কলেজ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়।

এরই প্রেক্সিতে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সেই নারীর সংস্পর্শে আসা ৪৪ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ১৯ জন চিকিৎসক , ১৪ জন সেবিকা ও ১১ জন হাসাপাতালের স্টাফ ।

এরপর ওই নারীর অস্ত্রোপচারসহ চিকিৎসার সাথে যুক্ত মোট ৪৪ জন স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেয় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সকলেই ওসমানী হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বে ছিলেন।

তবে কোয়ারেন্টিনে যাওয়া চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা করানো হবে বলে জানা যায়।

0Shares