সিলেট ওসমানী গেইটে অজ্ঞাত বৃদ্ধের লাশ, করোনার ভয়ে দীর্ঘ ১ঘন্টায় লাশটি ধরতে আসেনি কেউ
DialSylhet DialSylhet
DS Tv

ডায়ালসিলেট :: সিলেটে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে । বৃদ্ধ লোকটির বয়স আনুমানিক বয়স ৬০বছর । অজ্ঞাত মৃত ব্যক্তির ঠিকানা এখনো পাওয়া যায়নি ।
রবিবার সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ২নং গেইটে পাশে রাস্তায় অজ্ঞাত ১ বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখা যায়। অনেকেই করোনার আক্রান্ত ভয়ে কাছে আসতে চাইছেন না। র্দীর্ঘ ১ ঘন্টা ধরে সেই মৃত ব্যক্তির লাশ রাস্তায় থাকার পর হাসপাতাল ইমাজেন্সীর শাখা থেকে কয়েকজন এসে লাশটিকে ট্রলিতে করে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে স্থানীয়রা জানান, ,অজ্ঞাত মৃত সেই বৃদ্ধ লোকটি হাসপাতালের বিভিন্ন এলাকায় খাবারের জন্য ঘুরাঘুরি করতে দেখা যেত। আজ রবিবার সকালে এসে দেখা যায় সেই বৃদ্ধ লোকটি মারা গেছে। কিন্তু কেউই লাশটি দরতে আসেননি করোনায় আক্রান্তের ভয়ে। দীর্ঘ এ ঘন্টার রাস্তায় থাকার পর মৃত ব্যক্তি লাশ এসে পুলিশের সহায়তায় হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।