সিলেটে ৪জেলায় পজেটিভ ৩০,মোট সনাক্ত ৩৪৬জন

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

সিলেটে ৪জেলায় পজেটিভ ৩০,মোট সনাক্ত ৩৪৬জন

সিলেট বিভাগে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা কিছুতেই থামছে না।যতদিন যাচ্ছে শুধু বেড়েই চলছে। সিলেটে আবারো পজেটিভ সনাক্ত হয়েছে ৮ জন ।
আজ বুধবার সিলেট ওসমানী মেডিকেল ল্যাবে ৯৪জনের নমুনায় পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮জন পজেটিভ ধরা পড়ে। এই ৮জনের সকলেই মৌলভীবাজার জেলার। তার মধ্যে ৩জন পুরুষ আর ৫জন মহিলা। তবে এই ৮জনের মধ্যে ২জন চিকিতসক দম্পতিও রয়েছেন।
এদিকে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিম্পল বেশী থাকায় এখন ঢাকায় নমুনা পাঠানো হয়। আজ আবারো নমুনা সেখানে পরীক্ষা করা হলে ২০ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে।তার মধ্যে সিলেট জেলায় ১৫জন ,সুনামগঞ্জ ৪জন এবং হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান ডায়ালসিলেটকে এ তথ্য জানান।
সিলেট বিভাগজুড়ে করোনা পজেটিভ ৩৪৪ জন। তার মধ্যে ৪টি জেলায় সনাক্ত হয়েছেন সিলেটে ১০৩ জন,সুনামগঞ্জ ৬৮ জন, মৌলভীবাজার ৫৬ জন, হবিগঞ্জ ১১৮ জনসহ মোট সনাক্ত সংখ্যা ৩৪৪জন এবং করোনা আক্রান্তে মারা যান ৬জন।

0Shares