সিলেটে ২নার্সসহ সনাক্ত ১২, নগরীতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

সিলেটে ২নার্সসহ সনাক্ত ১২, নগরীতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

সিলেটে আবারো করোনায় সনাক্ত হয়েছেন ১২জন । এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেলের  সেবিকাও ২জন পজেটিভ সনাক্ত হয়েছেন। তারা ওসমানী মেডিকেলের আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন।

সিলেট ওসমানী মেডিকেলের ল্যাবে  আজ ১৭৩টি সেম্পুল রিসিভ করা হয় । এর মধ্যে ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা শেষে  ১২ জনের পজেটিভ সনাক্ত হয়। বাকি ৮১জনের নেগেটিভ আসে।

এছাড়া একটি সূত্রে জানা যায়, সিলেটে প্রতিদিনই শত শত সেম্পুল রিসিভ করা হলেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে টেষ্ট করা হচ্ছে সীমিত আকারে।

এর মধ্যে সিলেটের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি । যেসব এলাকায় পজেটিভ ধরা পড়েছে সেগুলো হলো  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কানিপুর গ্রামের ১জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ৫জন রোগী তারা হলেন  সিলেট নগরীর পাঠানটুলায় এলাকায় ১জন ,শাহজালাল উপশহরের ডি-ব্লকে ১জন, হাউজিং এস্টেট এ ১জন, সুবিদবাজারে ১জন, মুরাদপুরের ১জন এবং বিশ্বনাথ উপজেলায় আরো ৪জন।

সিলেট জেলায় ১৬৫ জন, সুনামগঞ্জ জেলায় ৭৫ জন, হবিগঞ্জ জেলায় ১৩২ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৬১ জন। এনিয়ে সিলেট বিভাগে আক্রান্তের মোট সংখ্যা দাড়ালো ৪৩৩জন। মৃত্যুবরন করেন মোট ৭জন।

0Shares