সিলেটের দুটি ল্যাবে করোনা আক্রান্ত ২৮ জন

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২০

সিলেটের দুটি ল্যাবে করোনা আক্রান্ত ২৮ জন

সিলেটে আবারো ২৪ ঘণ্টায় ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একটি সূত্রে জানা যায়, এদের মধ্যে সিলেট নগরীর ২জন, দক্ষিণ সুরমার বরইকান্দি ১জন, মোগলাবাজারের ২জন, গোলাপগঞ্জের ১জন, বিয়ানীবাজারের ২জন, কানাইঘাট ৮জন ,ওসমানিনগর ২জন বড়লেখা ১জন। তাদের মধ্যে পুরষ ১৬ এবং মহিলা ৩ রয়েছেন।

সোমবার ওসমানী মেডিকেল কলেজ  ল্যাবে ১৮৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বাকি ১৬৯ জনের নেগেটিভ আসে।

এদিকে সিলেটবিভাগে সোমবার সকাল র্পযন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৫৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩১০ জন, সুনামগঞ্জ জেলায় ৯৮ জন, হবিগঞ্জ জেলায় ১৫৯ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৮৯ জন। সুস্থ হয়েছেন ১৭৮ জন এবং মৃতের সংখ্যা দাড়ালো ১৩ জন। এর মধ্যে  সিলেটে ১০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন। এ তথ্যটি  বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর মাধ্যমে জানা যায়।

৬৮৩জনতবেআজ রাতের ১৯জন মিলিয়ে এরমধ্যে সিলেট জেলায় ৩২৮ জন এবং মৌলভীবাজারে ৯০জন।

এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৮ জনের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।১৫০টি নমুনা পরীক্ষা করা হয়ে এর মধ্যে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

এনিয়ে বিভাগ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৮৩জন।

0Shares