সিলেট জেলায় প্রশাসনিক একই বিভাগের ১৩সদস্য, সরকারী কর্মকর্তাসহ আক্রান্ত ৩১

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

সিলেট জেলায় প্রশাসনিক একই বিভাগের ১৩সদস্য, সরকারী কর্মকর্তাসহ আক্রান্ত ৩১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ২৪ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্তে সনাক্ত হয়েছেন ৩১ জন। এর মধ্যে সিলেট প্রশাসনিক একই বিভাগের ১৩জন সদস্য এবং সরকারি কর্মকর্তা পল্লীবিদ্যুৎ,ব্যাংকার,এবং ইউএনও অফিসের কর্মকর্তা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তারা হলেন সিলেট র‌্যাব- ৯ এর ১৩জন সদস্য এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র‌্যাব-৯ এর এএসপি ওবাইন।

আজ শুক্রবার রাত পর্যন্ত করোনা পজেটিভ আক্রান্ত রোগীর সংখ্যার  বিষয়টি  সিলেট ওসমানী মেডিকেল কলেজ একজন চিকিৎসক নিশ্চিত করেছেন।

ওসমানী মেডিকেল কলেজ  ল্যাবে ১৮২ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বাকি ১৫১ জনের নেগেটিভ আসে।

এদিকে আক্রান্তের মধ্যে  ৩১ জনের সকলেই পুরুষ রয়েছেন। এর মধ্যে সিলেট সদরের ১৮ জন। তারা হলেন সিলেট ৫জন।

জকিগঞ্জের ৪ জন, জৈন্তাপুর ১জন, কানাইঘাট ৪জন, বিয়ানীবাজার ৩ জন, এবং গোলাপগঞ্জ ১জন করোনা পজেটিভ ধরা পড়ে।

এদিকে  সিলেটবিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৮২৬জন। এর মধ্যে সিলেটে ৪৩০,সুনামগঞ্জে ১২৭, হবিগঞ্জে ১৭১জন ও মৌলভীবাজারে ৯৮ জন রয়েছেন।

এতে বিভাগজুড়ে মোট মৃতের সংখ্যা  ১৬ জন। তার মধ্যে সিলেটে ১২জন, হবিগঞ্জ ১জন,মৌলভীবাজার ৩ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০১ জন। তার মধ্যে সিলেট ৪৪,সুনামগঞ্জ ৫৯জন, হবিগঞ্জ ৮২ জন, এবং মৌলভীবাজারে ১৬জন।

আজকের রাত পর্যন্ত সিলেটে জেলায় ৩১জন বেড়ে মোট আক্রান্তে সংখ্যা দাড়ালো ৪৬১জন।বিভাগজুড়ে আক্রান্ত হলেন ৮৫৭জন।

0Shares