এবার করোনায় আক্রান্ত সিসিক মেয়র পত্নী শামা হক,সিলেট আক্রান্ত ২৬জন

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুন ২, ২০২০

এবার করোনায় আক্রান্ত সিসিক মেয়র পত্নী শামা হক,সিলেট আক্রান্ত ২৬জন

নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসে  সিলেটে  ২৪ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। এর মধ্যে ১৮জন পুরুষ এবং ৮জন মহিলা। আক্রান্ত সকলেই সিলেট জেলার। এদের মধ্যে চিকিৎসক,পুলিশ কর্মকর্তা,সরকারি কর্মকর্তা, উপজেলা ইউপি চেয়ারম্যান ও রয়েছেন । এদিকে করোনায় পজেটিভ সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের স্ত্রী শামা হক।

আজ মঙ্গলবার রাত পর্যন্ত করোনা পজেটিভ আক্রান্ত রোগীর সংখ্যার  বিষয়টি  সিলেট ওসমানী মেডিকেল কলেজ একজন চিকিৎসক নিশ্চিত করেছেন।

ওসমানী মেডিকেল কলেজ  ল্যাবে ১৮৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে। বাকি ১৬১ জনের নেগেটিভ আসে।

আক্রান্ত রোগীদের মধ্যে  হলেন সিলেট সদরের ৮ জন। বাকি ১৮জন সদরের বাইরে তারা হলেন, দক্ষিণ সুরমা ১জন, জকিগঞ্জ ৫জন,জৈন্তাপুর ৫জন, ফেঞ্চুগঞ্জ ৩জন, ওসমানিনগর ২জন, বালাগঞ্জ ২জন। সিলেট সদরের মধ্যে যেসব এলাকায় আক্রান্ত হয়েছেন স্থান হলো। আম্বরখানা ২জন, দরগা মহল্লা ১জন,মিরাপাড়া ১জন,চারাদিঘীরপাড় ২জন, কুমারপাড়া ২জন।

এদিকে সিলেট সিলেটের। দক্ষিণ সুরমায়, কদমতলী ও রাজারগাও ২জন, কাজীটুলা ও সাপ্লাইয়ে ২জন, মিরাবাজার ১জন, পীর মহল্লা ৩জন,বাগবাড়ি ২জন,নবাব রোড ১জন রয়েছেন।

এদিকে সিলেটে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর প্রতিবেদন সূত্রে জানা যায়,  সিলেট বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা ১০৯৫জন । আক্রান্তের মধ্যে সিলেট জেলায় ৬০১ জন, সুনামগঞ্জ জেলায় ১৭৪ জন, হবিগঞ্জ ১৯২জন, এবং মৌলভীবাজার জেলায় ১২৮জন। এতে ২৪ ঘন্টায় মুত্যুবরণ করেন সিলেটে ৩জন এবং সুনামগঞ্জে ১জন।  বিভাগজুড়ে মোট মৃত্যুবরণ করেছেন ২৩ জন।

তবে আজ রাত মঙ্গলবার পর্যন্ত সিলেটে ২৬জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ১২১জন ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ