প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আজ সোমবার (৮ই জুন ২০২০ইং) ওসমানীর ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০ টি পজেটিভ আসে। বাকি ১২৬জনের নেগেটিভ এসেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক।
করোনায় আক্রান্ত ৬০ জনের পজেটিভের মধ্যে ৫৪ পুরুষ জন ও মহিলা ৬ জন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৯৪১ জন সুনামগঞ্জ জেলার ৩০৫ জন ও মৌলভীবাজার জেলার ১৫৩জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংংখ্যা দাড়ালো ১৬০৬ জন। এর মধ্যে সিলেটে ৯৪৩ জন।
এদিকে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের তথ্য অনুযায়ী ৮ই জুন সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫৪৬ জন ও মারা গেছেন ৩৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮৭জন।
আর আজকে করোনায় সিলেট বিভাগের মধ্যে আক্রান্ত ৬০জনসহ মোট সনাক্ত হয়েছেন ১৬০৬জন । এর মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৯৪১ জন এবং মারা গেছেন ২৬ জন, সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩০৫ জন, মারা গেছেন ৩ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ২০৮ জন ও মারা গেছেন ২ জন, এবং সর্বশেষ মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন ১৫৩ জন এবং মারা গেছেন ৪ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech