সিলেট ২৪ঘন্টায় মারা গেছেন ২জন সনাক্ত ৮২জন

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

সিলেট ২৪ঘন্টায় মারা গেছেন ২জন সনাক্ত ৮২জন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানী মেডিকেল পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুষ্টি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় সিলেটে আরো ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার  (৯ ই জুন ২০২০ইং) সকাল পর্যন্ত এনিয়ে নতুন করে সিলেটে ৫৭জন এবং সুনামগঞ্জে ২৫জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন।

এদিকে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমানের দেয়া তথ্য অনুযায়ী ৯ই জুন মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬২৮ জন এবং মৃত্যুবরন করেছেন ৩৭জন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৬ জন ।

এদিকে করোনায় সিলেট বিভাগের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশী। এর মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৯৩৯ জন এবং মারা গেছেন ২৮ জন, সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩২৯ জন, মারা গেছেন ৩ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ২০৮ জন ও মারা গেছেন ২ জন, এবং সর্বশেষ মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন ১৫২ জন এবং মারা গেছেন ৪ জন।

0Shares