সিলেট ইন্টা.ভার্সিটি ছাত্রলীগ সাবেক সভাপতি সাগর করোনা আক্রান্ত

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

সিলেট ইন্টা.ভার্সিটি ছাত্রলীগ সাবেক সভাপতি সাগর করোনা আক্রান্ত

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি হুসাইন মোহাম্মদ সাগর করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। এর আগে

গত সোমবার হুসাইন মোহাম্মদ সাগর পরীক্ষার টেষ্টের জন্য হাসপাতালে যান। আজ বুধবার তার নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি বাসায় হোমকোয়ারেন্টিনে রয়েছেন এবং তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

তিনি বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছি সামাজিক দুরত্ব রক্ষা করার তারপরেও কিভাবে আক্রান্ত হলাম বুঝতে পারছি না।

বিগত ৭/৮ দিন থেকে অনেকেই বিভিন্ন প্রয়োজনে আমার বাসায় এসেছেন। যারা আমার কাছাকাছি এসেছিলেন সবাইকে অনুরোধ করছি নিজ দায়ীত্বে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য এবং কোন সমস্যা অনুভব করলে টেস্ট করানোর জন্য। আমি এখন পর্যন্ত ফিজিক্যালি ফিট আছি সবাই আমার জন্য দোয়া করবেন।

এদিকেে সিলেটবিভাগে মোট সনাক্ত হয়েছেন ১হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ৩৮জন। এনিয়ে সিলেট জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১০৪৩ জন এবং মারা গেছেন ২৯ জন, সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৫১ জন, মারা গেছেন ৩ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ২০৮ জন ও মারা গেছেন ২ জন, এবং সর্বশেষ মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন ১৫২ জন এবং মারা গেছেন ৪ জন।

 

0Shares