প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানী মেডিকেল পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুষ্টি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব এবং ঢাকার ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষা শেষে সিলেটে আরো ৯৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৩জন।
শুক্রবার (১২ ই জুন ২০২০ইং) সকাল পর্যন্ত এনিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন সিলেটে ৭৪জন ও মরারা গেছেন ২জন এবং সুনামগঞ্জে আক্রান্ত হয়েছেন ২৩ জন এবং মারা গেছেন ১ জন।
এদিকে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমানের দেয়া তথ্য অনুযায়ী ১২ই জুন শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ০৪১ জন এবং মৃত্যুবরন করেছেন ৪৪জন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪৫ জন ।
এদিকে করোনায় সিলেট বিভাগের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশী সিলেট জেলায়।
এর মধ্যে সিলেট জেলায় সব্বোর্চ রেকর্ড মোট আক্রান্ত হয়েছেন ১২৩৭ জন এবং মারা গেছেন ৩৩ জন, সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪১৯ জন, মারা গেছেন ৪ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ২২৭ জন ও মারা গেছেন ৩ জন, এবং সর্বশেষ মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন ১৬৬ জন এবং মারা গেছেন ৪ জন।
এভাবে চলতে থাকলে বিপদের সংঙ্কা আরো খারাপ হতে যাচ্ছে যা সিলেটবাসীর জন্য অজানা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech