প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তাতেও যেন বিভিন্ন বাজারগুলোতে কমছেনা মানুষদের জনসমাগম। প্রতিদিনের মত আজও সিলেটে করোনায় গেল ২৪ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন।
আজ মঙ্গলবার (১৬ইং জুন ২০২০ইং) রাত পর্যন্ত সিলেটের ওসমানী মেডিকেল পিসিআর ল্যাবে ২৩৭টি স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হলে ৪৩ জনের পজেটিভ আসে বাকি ১৪৫ জনের আসে নেগেটিভ।
এদের মধ্যে পুরুষ ৩০ জন ও মহিলা ১৩ জন রয়েছেন। তাদের মধ্যে সুনামগঞ্জ ১ জন, ও বাকি ৪২ জনের সকলেই সিলেট জেলার। আক্রান্তের মধ্যে চিকিৎসক,পুলিশ সদস্য,বিশেষ বাহিনী ,ব্যাংক কর্মকর্তা রয়েছেন।
এর মধ্যে সুনামগঞ্জের ১জন (চিকিৎসক), বিশ্বনাথের ১৫ জনের ১২ জনই পুলিশ সদস্য ও ১জন ব্যাংক কর্মকতা , বিশেষ বাহিনী ১০ জন, বহর দাসপাড়া ১১জন, হাউজিং এস্টেট ১জন, মির্জাজাঙ্গাল ১জন(চিকিৎসক), সাধুর বাজার ১জন, মদিনা মার্কেট ১জন,ওসমানী মেডিকেলর ১জন ও ছড়ারপারের সাবেক মেয়রে কামরানের স্ত্রী আসমা কামরান ২য় ধাপে পজেটিভ আসে।
এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো। ২হাজার ৬৫৫ জন এবং মারা গেছেন ৫৪ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech