প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে গেল ২৪ঘন্টায় আজ করোনা ভাইরাস আক্রান্তে রেকর্ড ছাড়ালো ২০৬ জন ।এর মধ্যে সিলেট জেলায় ৮২জন,সুনামগঞ্জ জেলায়, ৭৮জন, হবিগঞ্জ জেলায় ২২জন এবং মৌলভীবাজার জেলায় ২৪জন আক্রন্ত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল পর্যন্ত (১৬ই জুন ২০২০ইং) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্যে জানা যায়। এনিয়ে ২৪ ঘন্টায় ৪জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২০৬জন এবং সুস্থ হয়েছেন ২২জন। তার মধ্যে সিলেট জেলায় ৮জন এবং সুনামগঞ্জ জেলায় ১৪জন সুস্থ হয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা ২হাজার ৬১২জন এবং মারা গেছেন ৫৪জন। এর মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১হাজার ৪৯৫ জন এবং মারা গেছেন ৪২ জন, সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৪১ জন, মারা গেছেন ৪ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ২৬১ জন ও মারা গেছেন ৪ জন, এবং সর্বশেষ মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন ২১৫ জন এবং মারা গেছেন ৪ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech