করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাণিজ্যমন্ত্রী : টিপু মুনশি

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাণিজ্যমন্ত্রী : টিপু মুনশি

ডায়ালসিলেট ডেস্ক::   করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল) থেকে তিনি কোভিড-১৯ নমুনা পরীক্ষার রেজাল্ট পান। বাণিজ্য মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী বুধবার বিকালে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মন্ত্রী কিছুটা অসুস্থ বোধ করছেন। তার রিপোর্টও পজিটিভ এসেছে। তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। শেখ মোহাম্মদ আবদুল্লাহ অবশ্য করোনায় মৃত্যুবরণ করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ