প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক :: চীন ও ভারতের বিতর্কিত সীমান্ত লাদাখে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তার ই পরিপ্রেক্ষিত উক্ত সীমান্তে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ২৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এই সংখ্যা বাড়তে পারে বলে দাবী করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে।
অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির টুইট থেকে জানা যায়, ভারতীয় সেনাবাহিনী চীনের সীমান্ত অতিক্রম করে চীনা বাহিনীকে আক্রমণ করেছে বলে দাবী জানাচ্ছে বেইজিং। ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে চীনের পিপলস লিবারেশন আর্মির ৪৩ জন সৈনিক হতাহতের শিকার হয়েছে বলে বেতারে আড়িপেতে জানতে পেরেছে ভারতীয় সেনা গোয়েন্দারা।
১৯৭৫ সালে অরুনাচল প্রদেশে চীনা বাহিনীর হামলায় ভারতের চারজন জওয়ান নিহত হয়। ৪৫ বছর আগে সেটাই ছিল চীন ও ভারতের মধ্যকার সর্বশেষ সংঘর্ষ। উক্ত সংঘাতে কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বলেও জানা যায়।
সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির কারনে উভয় দেশ ই সীমান্তে ভারী অস্ত্র মজুদ করেছে। চীনের সেনাবাহিনীর বর্তমান ঘাটি থেকে ভারতে প্রবেশ করতে মাত্র কয়েক ঘন্টা প্রয়োজন বলে কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয়।
তাছাড়া ভারত সীমান্তের ২০০ কিলোমিটারের মধ্যে চীনের একটি বিমান ঘাঁটি রয়েছে। প্রথমে সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্য বিমানবন্দর টি ব্যবহার করা হবে বলা হলেও কিছুদিন আগে উপগ্রহের ছবি থেকে দেখা গেছে তা পুরোদস্তুর বিমানঘাঁটি হিসেবে তৈরি করা হয়েছে।
এদিকে ভারতকে গালওয়ান সীমান্তে সব ধরনের উসকানিমূলক তৎপরতা বন্ধ করার জন্য হুঁশিয়ারি দিয়েছে চীনা সেনাবাহিনী। একইসঙ্গে দু’দেশের মধ্যকার বিতর্কিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার লক্ষ্যে নয়াদিল্লিকে সঠিক পথে ফিরে আসারও আহ্বান জানিয়েছে তারা।
চীনের পিপলস লিবারেশন আর্মির পশ্চিম কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল ঝাং শুয়িলি বলেছেন, ‘গত সোমবার রাতে ভারতীয় সেনারা দু’দেশের সীমান্তবর্তী গালওয়ান উপত্যকা অঞ্চল দিয়ে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার মাধ্যমে নিজেদের প্রতিশ্রুতি চরমভাবে লঙ্ঘন করে। যার ফলে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী শারীরিক সংঘাত ও হতাহতের ঘটনা ঘটে।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech