সিলেটবিভাগে আক্রান্তে ৩ হাজার ছাড়ালো, হবিগঞ্জ ১৫, সিলেট ১৩,সুনামগঞ্জ ৩

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

সিলেটবিভাগে আক্রান্তে ৩ হাজার ছাড়ালো, হবিগঞ্জ ১৫, সিলেট ১৩,সুনামগঞ্জ ৩

নিজস্ব প্রতিবেদক :: করোনায় ২৪ ঘন্টায়  এবার মোট আক্রান্ত হয়েছেন সিলেটে মোট আক্রান্ত হয়েছেন ৩৬জন।

আজ (শনিবার ২০ শে জুন ২০২০ইং) রাত পর্যন্ত সিলেটের ওসমানী মেডিকেল পিসিআর ল্যাবে ১৭৮টি স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হলে ৩২ জনের পজেটিভ আসে বাকি ১৫৬ জনের আসে নেগেটিভ।

তার মধ্যে ২৭ জন পুরুষ  ও ৫ জন মহিলা  রয়েছেন। এদের মধ্যে হবিগঞ্জ জেলার ১৫জন ও বাকি ১২জন সিলেট জেলার।

আক্রান্তের মধ্যে বিশেষ বাহিনী সদস্য ৫জন, সিলেট কাস্টমস ভ্যাট ডিভিশনের ১জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ২জন , পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতলের ১জন, বটেশ্বর এলাকায় ৭জন, বিশ্বনাথ চেংরা গ্রাম ১জন।

এদিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৩টি স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে মোট ২৫টি নমুনা পরীক্ষা করা হলে ৪ জনের পজেটিভ আসে বাকি ২১ জনের আসে নেগেটিভ। এর মধ্যে সিলেটে ১জন ও বাকি ৩ জনের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ২জন ও দিরাই ১জন।

এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩ হাজার ০২২ জন এবং মারা গেছেন  ৫৬ জন। সিলেট জেলায় আক্রান্ত ১৭০৪ জন ও মারা গেছেন ৪৪ জন এবং সুনামগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৭৮৮ জন এবং মারা গেছেন ৪ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ২৯১ জন এবং মারা গেছেন ৪জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন ২৩৭ জন এবং মারা গেছেন ৪জন।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ