সিলেটের যেসব এলাকায় করোনা রোগী আক্রান্ত হয়েছেন

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

সিলেটের যেসব এলাকায় করোনা রোগী আক্রান্ত হয়েছেন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বিভাগজুড়ে বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন তার মধ্যে গেল ২৪ঘন্টার মধ্যে দুটি ল্যাবে নমুনা পরীক্ষা শেষে  মোট আক্রান্ত হয়েছেন ৭২জন।

আক্রান্তের মধ্যে ৩জন  চিকিৎসক, সিআইএম ও দায়রা জর্জ কোর্টে ৮ জন,ব্যাংক কর্মকর্তা ১জন, সরকারী কর্মকর্তা ৬জন রয়েছেন।

এদিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২০২টি স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হলে ৩১ জনের পজেটিভ আসে বাকি ১৫৭ জনের আসে নেগেটিভ।

যেসব এলাকায় আক্রান্ত হয়েছেন সেগুলো হলো-  সুনামগঞ্জ : দিরাই ১,  সিলেট :  জকিগঞ্জ ৭জন, ফেঞ্চুগঞ্জ ৩জন, বিয়ানীবাজার ৬জন, কানাইঘাট ২জন, গোলাপগঞ্জ ২জন, কাজলশাহ ২জন, উপশহর ২জন, ঝেরঝেরি পাড়া ১জন, নেহারীপাড়া ১জন, মেজরটিলা ১জন, ওসমানী মেডিকেলের ২জন, সিভিল সার্জন ২জন সিআইএম ও দায়রা জর্জ ৮, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ১জন।

সোমবার রাত পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩ হাজার ৩৩৭ জন এবং মারা গেছেন ৫৮ জন।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ