প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ২৪ ঘন্টায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। মারা গেছেন ২জন।
আজ ( মঙ্গলবার ২৩ শে জুন ২০২০ইং) সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ে ডা. আনিসুল হক দেওয়া তথ্যে নিশ্চিত করা হয়।
এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩ হাজার ৪৪৪ জন এবং মার যান ৬০জন। তবে আক্রান্ত এবং মৃতের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যা রয়েছে সিলেট জেলায়। এতে আক্রান্ত হয়েছেন ১৮৭৭ জন ও মারা গেছেন ৪৬ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে সুনামগঞ্জ সেখানে আক্রান্ত হয়েছেন ৮২৩ জন এবং মারা গেছেন ৫ জন। এরপর হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৪১২ জন এবং মারা গেছেন ৫জন সর্বশেষ মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩২ জন এবং মারা গেছেন ৪জন।
অন্যদিকে সিলেটবিভাগে মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন তাদের সংখ্যা হলো সিলেট জেলায় ২৬০জন, সুনামগঞ্জ জেলায় ২২৪জন, হবিগঞ্জ জেলায় ১৭২জন, এবং মৌলভীবাজার জেলায় ১৩১জন।
তবে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় লকডাউন ঘোষনা করা হলেও সিলেটে এখনো লকডাউনের বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহন করা হয়নি। তবে আক্রান্ত ও মৃতের সংখ্যা সিলেটেই সবচেয়ে বেশী যা ভবিষ্যতে করোনায় আক্রান্তে সিলেট জেলায় ভয়াবহ পরিস্থিতি সম্মুখীন হতে যাচ্ছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech