দেশে একদিনে নতুন করে শনাক্ত ৩ হাজার ৮০৯ জন, মৃত্যু ৪৩ জনের।

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

দেশে একদিনে নতুন করে শনাক্ত ৩ হাজার ৮০৯ জন, মৃত্যু ৪৩ জনের।

ডায়ালসিলেট ডেস্ক::    বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনভাইরাসে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় সর্বমোট ১ হাজার ৭৩৮ জন মারা গেলেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৯ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৭২৭ জন।

 

আজ (রবিবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে বলা হয়, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে মৃত মানুষের সংখ্যা ১ হাজার ৭০০ পার হলো। করোনায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ১৪ জন নারী। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৩৮ জনের

 

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৮ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৫ হাজার ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা।

 

দেশে ৬৮টির মধ্যে ৬৫টি ল্যাবের (পরীক্ষাগার) করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

 

অনলাইন ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শুধু কথা বলার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তি ভাইরাস ছড়াতে পারেন। তাই মাস্ক পরা বাধ্যতামূলক। ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরলেই হবে। বাসায় আক্রান্ত কেউ থাকলে বাকি সবাই মাস্ক পড়ুন। বয়স্কদের দিকে বেশি নজর রাখতে হবে। ভাইরাস প্রতিরোধে, বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোভিড হাসপাতালে শয্যা খালি আছে, চাইলে রোগী ভর্তি হতে পারবেন।

0Shares