বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুলকে সিলেট থেকে ঢাকায় স্থানান্তর

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুলকে সিলেট থেকে ঢাকায় স্থানান্তর

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার শুরু থেকেই জনগনের পাশে এসে দাড়ানো ড.মোহাম্মদ এনামুল হক চৌধুরী  আজ নিজেই করোনায় আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছেন।

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপির ফরেন এফেয়ার্স কমিটির অন্যতম সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য আইসিইউ এম্বুলেন্স যোগে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল থেকে ঢাকায় এ্যাপলো হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার বিকেলে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়। জানা যায়, করোনা আক্রান্ত ড. এনামুল হকের ফুসফুসের ইনফেকশন বেড়ে যাওয়ায় তার শ্বাসকষ্ট চরম আকার ধারণ করে। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এর আগে করোনার উপসর্গ নিয়ে ড. এনামুল হক গত বুধবার নগরীর আখালিয়ায় বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন । বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। পরে তার  শারীরিক অবস্থার অবনতি হলে থাকে ঢাকায় আইসিইউ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।

এদিকে এনামুল হকের স্ত্রী বর্তমানে বাসায় আইসোলেশনের রয়েছেন।

অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে এনামুল হকের বাবা মুজিবুল হক চৌধুরী ও তার মা ফাতেমা রওশন আরা চৌধুরী নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৮০ বছর বয়স্ক বাবা মুজিবুল হকের শারীরিক অবস্থাও সংকটাপন্ন হওয়ায় দুই দিন ধরে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এনামুল হকের বাবা-মায়ের নতুন পরীক্ষার এখনো রিপোর্ট আসেনি।

ড. ড. এনামুল হক চৌধুরী সিলেটবাসী সহ দেশে-বিদেশে অবস্থানরত সকলের কাছে তিনি নিজের  ও নিজের পরিবারের অন্যান্য সদস্যের জন্য দোয়ার চেয়েছেন।

0Shares