সিলেটের ওসমানি মেডিকেল কলেজ ল্যাবে পজেটিভ সনাক্ত ২৯

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

সিলেটের ওসমানি মেডিকেল কলেজ ল্যাবে পজেটিভ সনাক্ত ২৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মহামারী করোনায় বৃদ্ধির পাশাপাশি মানুষের মধ্যে জনসচেতনতা নেই বললেই চলে।  অনেকের মুখে মাস্ক না পরেই রাস্তায় বের হতে দেখা যায়। প্রতিদিনই সিলেটে করোনায় আক্রান্ত হচ্ছে শত শত এবং মারাও যাচ্ছেন ২-১ জন করে।

আজ শনিবার রাত পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৯ জন আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে  সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০২  টি স্যাম্পুল রিসিব করা হয়।  এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৫৯ জনের আসে নেগেটিভ। এর মধ্যে পুরুষ ১৫ জন, ও মহিলা ১৪ জন।আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে ১জন ও সিলেট জেলায় ২৮জন।

এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন  ৫ হাজার ৬৯ জন এবং মারা গেছেন ৮৪ জন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬২৫ জন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ