সিলেটে গ্রীড উপকেন্দ্র জরুরী সংরক্ষন ও মেরামতকাজে মঙ্গলবার থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

সিলেটে গ্রীড উপকেন্দ্র জরুরী সংরক্ষন ও মেরামতকাজে  মঙ্গলবার থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মঙ্গলবার (৭ জুলাই ২০২ইং ) থেকে  নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।গ্রিড উপকেন্দ্রের জরুরী সংরক্ষণ ও মেরামত কাজের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নিয়ন্ত্রনাধীন ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

মঙ্গলবার ভোর ৫টা ১৫মি থেকে সকাল ৮টা ১৫মি পর্যন্ত ৩ ঘন্টা  বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।

এছাড়া ১৩২/৩৩ কেভি কুমারগাও, সিলেট গ্রিড উপকেন্দেধর ৩৩ কেভি বাস সেকশন -১ এর ৩৩ কেভি আইসোলেটরের জরুরী মেরামত ও সংরক্ষন কাজের জন ̈ বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেট , দপ্তরের নিয়ন্ত্রনাধীন আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দেধর সকল ১১ কেভি ফিডারের আওতাভু৩ এলাকা
সমূহে ৩ঘন্টার জন্য বিদু ̈ৎ সরবরাহ বন্ধ থাকিবে।

৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দেধর সকল ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো – বড় বাজার, দারুসালাম মাদধাসা রোড, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশঁবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, রায়হোসেন গলি, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, ডিসি অফিস, সিটি কর্পোরেশন, সদর হাসপাতাল, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, সুবিদ বাজার, বনকলা পাড়া, শাহী ঈদগাহ্, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিঁপাড়া, লাক্কাতুরা,  বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনী চড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমান বন্দর, ছালেপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকর ঘাট  এবং তার পার্শ্ববর্তীএলাকা সমূহ।

 

অন্যদিকে জানা যায়, ৩৩ কেভি কুমারগাঁও-উপশহর ফিডারের আওতাধীন এলাকাগুলোর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে সেগুলো হলো – নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, মৌসুমী আ/এ, এভারগ্রীন আ/এ, ইবনে সিনা হাসপাতাল, জেল রোড, কাষ্টঘর, বিশ্বরোড, বন্দরবাজার, সবজিবাজার, পুরাতন হকার্স মাকেট, নতুন হকার্স মাকেট, কালীঘাট, আমজাদ আলী রোড, ডাক বাংলা রোড, মহাজপট্টি, শুটকিবাজার, মাছিমপুর, ছড়ারপার, সাদাটিকর, স্প্রিং টাওয়ার, ট্রাফিক পুলিশ উপ-কমিশনার, ইন্ডিয়ান উপ হাইকমিশন, পুলিশ কমিশনার, পূর্বাশা ক্লিনিক, মজুমদারপাড়া, ফরহাদ খা পুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া, শিবগঞ্জ, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজবাগ, সেনপাড়া,সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া,  উপশহর, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়া, কুশিঘাট,  বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর,মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, এমসি কলেজ টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, নয়াবস্তি, উৎসব সেন্টার, ডুবড়ীহাওর,

এছাড়া ৩৩ কেভি কুমারগাঁও-এমসি কলেজ ফিডারের অধীনস্থ বালুচর ১নং মসজিদ থেকে নতুন বাজার, উত্তর বালুচর,আল-ইসলাহ, আরামবাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, টিবি গেইট ,কুমারপাড়া, ঝরনারপাড়, শাহী ঈদগাহ, নাইওরপুল পয়েন্ট, কাজী জালাল উদ্দিন স্কুল, কাজীটুলা, রকিবশাহ মাজার, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, নেহার মার্কেট, জিন্দাবাজার, রায়নগর , দর্জিবন্দ, বসুন্ধরা, খরাদিপাড়া, তুলামিল, দপ্তরীপাড়া, মিতালী আ/এ, বৈশাখী আ/এ, আবহাওয়া অফিস ও আশপাশ এলাকায় বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকবে।

 

0Shares