সিলেটের যেসকল এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২০

সিলেটের যেসকল এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটবিভাগের মধ্যে  সিলেট জেলায়ই আক্রান্ত ও মৃতের সংখ্যাই সবচেয়ে বেশী। বাকি ৩টি জেলায়  আক্রান্ত এবং মৃত  সিলেট জেলার থেকে অনেকটাই কম। যেখানে সবচেয়ে বেশী প্রয়োজন সিলেট জেলাকে  লকডাউনের আওতায় আনা। কিন্তু তার কোন কার্যক্রম দেখা যাচ্ছে না  প্রশাসনের পক্ষ থেকে। দিনদিন করোনা পজেটিভ আক্রান্ত রোগী বেড়ে যাওয়ার ফলে  বাড়ছে ঝুকি।

সিলেটে যেসব এলাকাজুড়ে আক্রান্ত হয়েছেন সেগুলো হলো সুনামগঞ্জের সদরে ৭জন, জগন্নাথপুরে ২জন, দিরাই ১জন, দোয়ারাবাজার ২জন,ছাতক ৫জন,  মৌলভীবাজারে জুড়ীতে ১জন, রাজনগরে ১জন।

সিলেট জেলার ৪৭জনের মধ্যে জৈন্তাপুর ৪জন, ফেঞ্চুগঞ্জ ১জন, গোয়াইনঘাট ১জন, কোম্পানীগঞ্জ ১জন, গোলাপগঞ্জ ১জন, বিয়ানীবাজার ১০জন,  শাহপরান ৪জন, বটেশ্বর ২জন, মোগলাবাজার ২জন, জকিগঞ্জ ১জন, বাদাঘাট ২জন, শিবগঞ্জ সেনপাড়া ২জন, সুবিদবাজার ১জন, জালালাবাদ ১জন,  বাগবাড়ি ১জন, কুয়ারপার ১জন, উপশহর ১জন, আখালিয়া ১জন, হাওয়াপাড়া ১জন, কালীগাও টুকের বাজার ১জন, কালারুকা ইসলামগঞ্জ বাজার ১জন,লামাবাজার ১জন, কাজলশাহ ১জন, পাঠানটুলা ৩জন, করেরপাড়া ১জন,ওসমানি মেডিকেলে  ১২জন, জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতাল ২জন,বিশেষ বাহিনী ৩জন,

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ