সিলেটে দুটি ল্যাবে করোনা পজেটিভ ৫১জন

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

সিলেটে দুটি ল্যাবে করোনা পজেটিভ ৫১জন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনায় আরো ৫১জন পজেটিভ ধরা পড়েছে। এতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৩৪ জন এবং সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ১৭ করেনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন।  সিলেট বিভাগে এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৮৩ জন।

শুক্রবার রাত পর্যন্ত সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১৭  টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ৬০ জনের আসে নেগেটিভ। এর মধ্যে পুরুষ ২০ জন, ও মহিলা ১৪ জন। এদের মধ্যে সুনামগঞ্জের ১জন, ও বাকি ৩৩জন সিলেট জেলার আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে সুনামগঞ্জে জগন্নাথপুরের ১জন, কোম্পানীগঞ্জ ৩জন, গোয়াইনঘাট ১জন, ফেঞ্চুগঞ্জ ১জন, গোয়ালাবাজার ১জন,  দক্ষিণ সুরমা গোটাটিকর ২জন, ওসমানীনগর ২জন, বাদাঘাট ২জন, বটেশ্বর ২জন, টিলাগড় ১জন, দাসপাড়া ১জন,খাদিমনগর ১জন,  দাড়িয়াপাড়া ১জন, শিবগঞ্জ লামাপাড়া ১জন,  শহীদ শামসুদ্দিন হাসপাতাল ৫জন,  বাগবাড়ি ২জন, টুকর বাজার ১জন, আখালিয়া ২জন, শাহী ঈদগাহ  ১জন, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ১জন,সদর উপজেলা ২জন,

অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ১২৫ স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাকি ৭৭ জনের নমুনা আসে নেগেটিভ।

এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৮৩ জন এবং মারা গেছেন ৯৭ জন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২হাজার ১১০জন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ