আবারো করোনা সিলেটে ৬৬জন আক্রান্ত

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

আবারো করোনা সিলেটে ৬৬জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটবিভাগে করোনায় পজেটিভ ধরা পড়েছেন আরো ৬৬জন । এতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৩৪ জন এবং সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ৩৪ করেনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন।  সিলেট বিভাগে এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৬২ জন।

রবিবার রাত পর্যন্ত সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১৪  টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ৬০ জনের আসে নেগেটিভ। এর মধ্যে পুরুষ ২৪ জন, ও মহিলা ১০ জন। এদের মধ্যে ২৯জন সিলেট জেলার ও বাকি ৫জন বিভাগের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে সুনামগঞ্জে ছাতকে ১জন, হবিগঞ্জের নবীগঞ্জে ১জন, মৌলভীবাজারের সদরে ১জন ও জুড়ীতে ১জন, গাইবান্ধার ১জন,  গোয়াইনঘাট ১জন, ফেঞ্চুগঞ্জ ১জন, মোগলাবাজার ১জন, বিশ্বনাথ ১জন, আম্বরখানা ১জন, নবাবরোড ১জন, শাহপরান খাদিমপাড়া ১জন, মজুমদারী ১জন, শিবগঞ্জ ১জন, আখালিয়া ১জন, লামাবাজার ১জন, মিরাবাজার ২জন, রায়নগর ১জন, কাজলশাহ ১জন, বাগবাড়ি ১জন, মির্জাজাঙ্গাল ২জন, ওসমানী মেডিকেল কোয়াটার ১জন, ওসমানি মেডিকেল থেকে ৯ জন, সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল ১জন।

অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ১৬১ স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাকি ১২৫ জনের নমুনা আসে নেগেটিভ।

এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৬২ জন এবং মারা গেছেন ১০১ জন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২হাজার ২৩৬জন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ