প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বিভাগজুড়ে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০০জন এবং মৃত্যুবরণ করেছেন ৪জন। এর মধ্যে সিলেটে আক্রান্ত হয়েছেন ৫০জন, মারা গেছেন ২জন, সুনামগঞ্জে আক্রান্ত ১৮জন এবং মৃত ২জন, হবিগঞ্জে ১১জন এবং মৌলভীবাজার ২১জন। এনিয়ে সিলেটবিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৯০ জন এবং মারা গেছেন ১০৭ জন।
আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, সিলেট জেলায় আক্রান্ত ৩ হাজার ১৭৫জন ও মৃত ৮২জন, সুনামগঞ্জে ১হাজার ১৯২জন ও মৃত ১১জন, হবিগঞ্জে ৯২২জন ও মৃত ৬জন, মৌলভীবাজারে ৭০১জন ও মৃত ৮জন।
এতে সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৭২০ জন, সুনামগঞ্জ জেলায় ৮৮৬ জন, হবিগঞ্জ জেলায় ৪৩০ জন, মৌলভীবাজার জেলায় ৩৮৭ জন।
সিলেট বিভাগে মোট কোয়ারেন্টাইনে রয়েছেন- ৬০৮ জন।সিলেটে ৩৪৫ জন, সুনামগঞ্জে ৮৯ জন, হবিগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৯৯ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech