সিলেট বিভাগজুড়ে করোনায় আক্রান্ত ৬ হাজার ২৮৪ জন ও মৃত ১১০ জন।

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

সিলেট বিভাগজুড়ে করোনায় আক্রান্ত ৬ হাজার ২৮৪ জন ও মৃত ১১০ জন।

নিজস্ব প্রতিবেদক::  সিলেটে বিভাগজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ২৮৪ জন এবং মারা গেছেন ১১০ জন।

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রোগির সংখ্যা বেড়েছে ১২৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৩ জন, সুনামগঞ্জ জেলায় ২৯ জন, হবিগঞ্জ জেলায় ৮ জন, মৌলভীবাজার জেলায় ৩৮ জন্।

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮৯ জন, সুনামগঞ্জ জেলায় ৩৭ জন, হবিগঞ্জ জেলায় ৫৩ জন, মৌলভীবাজার জেলায় ২৫ জন।

সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত মোট ৬ হাজার ২৮৪ জন ও মারা গেছেন ১০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৭৩৭ জন, সুনামগঞ্জ জেলায় ৯০২ জন, হবিগঞ্জ জেলায় ৪৪৭ জন, মৌলভীবাজার জেলায় ৪০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ২৭১ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ২৩৫ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৭৮৩ জন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ