‘ইরাক থেকে কেউ আর ইরানে হামলা করতে পারবে না’: মুস্তাফা আল কাদিমি।

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

‘ইরাক থেকে কেউ আর ইরানে হামলা করতে পারবে না’: মুস্তাফা আল কাদিমি।

আর্ন্তজাতিক ডেস্ক ::  ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি প্রথমবারের মতো ইরান সফরে গেছেন।

গতকাল মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি ইরান সফরে যান। তার এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে আখ্যায়িত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সময় মুস্তাফা আল কাদিমি ঘোষণা দেন, ইরানের ওপর হামলা করতে তার দেশের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না। ঠিক তেমনি ইরাকের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হতে দেবে না ইরান। এ অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট।

হাসান রুহানি বলেন, মার্কিন বাহিনীর উপস্থিতির মধ্যে দুই আরব প্রতিবেশীর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।

দুই মাস আগে ইরাকের প্রধান হওয়ার পর মুস্তাফা আল কাদিমির এটিই প্রথম বিদেশ সফর।

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণের পর তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গেও বৈঠক করবেন ইরাকি প্রধানমন্ত্রী।

0Shares