
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় ভাতিজার লাথির আঘাতে আজমল আলী নামে ৪৫ বছরের এক বৃদ্ধ খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমাস্থ জৈনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা যায়।
জানা যায়, জৈনপুর এলাকায় সকালে এক বৃদ্ধা মারা যাওয়ার পর তার মরদেহের দাফন নিয়ে বাকবিতণ্ডা বাঁধে নিহত আজমল আলী ও তার ভাতিজার মধ্যে। এর এক পর্যায়ে নিহতের ভাতিজা তার চাচা আজমল আলীকে রাগের বশে পেটের নিচে লাথি মারেন।
পরে গুরুতর আহত অবস্থায় আজমল আলীকে চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, পারিবারিক বাকবিতণ্ডা থেকে দক্ষিণ সুরমাস্থ জৈনপুর এলাকায় এক বৃদ্ধকে তার ভাতিজা পেটে লাথি মারে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সিলেটটুডে টোয়েন্টিফোর