সিলেটে কাটছে হতাশার কালো মেঘ!

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

সিলেটে কাটছে হতাশার কালো মেঘ!

ডায়ালসিলেট :: সিলেট বিভাগে গত তিনদিন ধরে করোনা থেকে সুস্থ হয়ে উঠার ঊর্ধ্বমুখী। গত তিনদিন থেকে প্রতিদিনই সুস্থ হয়ে উঠছেন তিনশতর উপরে করোনা রোগী। আর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন আক্রান্তের চাইতে বেশি। এতে যেন সিলেটে কাটতে শুরু করেছে হতাশার কালো মেঘ! সিলেট বিভাগে গতকাল একদিনে রেকর্ড সংখ্যক রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ বিভাগে এর আগে একদিনে আর এত সংখ্যক রোগী করোনামুক্ত হননি। গতকাল এ অঞ্চলে সুস্থ হয়ে উঠেন প্রায় চার শ জন। এদিকে, গতকাল এ অঞ্চলে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ১২১ জন। এর মধ্যে সিলেট জেলার ৬১, সুনামগঞ্জের ২৫ ও হবিগঞ্জের ১১, মৌলভীবাজারে ২৪ জন। গতকালের ১২১ জনকে নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৯৬৫। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৮৯৯ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ৯৯৬৫ জনের মধ্যে সিলেট জেলায় ৫২৯৪, সুনামগঞ্জে ১৮৯৮, হবিগঞ্জে ১৪৩৬ ও মৌলভীবাজার জেলায় ১৩৩৭ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৪৮ জন। এর মধ্যে সিলেটে ৭০, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৪৬ ও মৌলভীবাজারে ২৩ জন। এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৯১ জন। এর মধ্যে সিলেটে ৩৮৯ ও সুনাগঞ্জে ২ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৮৯৯ জন। এর মধ্যে সিলেটে ২৭১৯ সুনামগঞ্জে ১৪৪৮, হবিগঞ্জে ৯৩০ ও মৌলভীবাজারে ৮০২ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ১০/৩/২০২০ ইংরেজি তারিখ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৭৪৪১ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬৮৫২ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ৫৮৯ জন। এর মধ্যে সিলেটে ৩৭৮, সুনামগঞ্জে ১১৪, হবিগঞ্জে ৩৬ ও মৌলভীবাজারে ৬১ জন। আজ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ৪০৮ জন। এর মধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৫৪, হবিগঞ্জে ১৫৭ ও মৌলভীবাজারে ১১৪ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোয়ারেন্টিনরত। এদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা কেড়ে নিয়েছে আরও দুইজনের প্রাণ। এর মধ্যে সিলেটের একজন ও হবিগঞ্জের একজন। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৭। এর মধ্য সিলেটে ১২৬, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ১৯ জন। 

0Shares