আগের অবস্থায় ফিরে যেতে পারে গনপরিবহনের ভাড়া : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

আগের অবস্থায় ফিরে যেতে পারে গনপরিবহনের ভাড়া : ওবায়দুল কাদের

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে জনস্বার্থে  শর্তসাপেক্ষে গনপরিবহনের পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার চিন্তাভাবনা করছে সরকার, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।  আজ মঙ্গলবার কুমিল্লা জোন বিআরটিএ, বিআরটিসি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

গনপরিবহনে শতভাগ যাত্রীদের বাধ্যতামুলক মাস্ক ব্যাবহার ও দাঁড়িয়ে যাত্রী না নেওয়ার শর্ত ও এসময় আরোপ করেন পরিবহন মন্ত্রী। তিনি আরো জানান, মালিক শ্রমিকদের সাথে  আলোচনার পর এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট সচিবদের সাথে আলোচনা করেছেন। অতি দ্রুত এই ব্যাপারে সরকারি সিদ্ধান্ত জানানো হবে।

ওবায়দুল কাদের আরো বলেন যে, দেশে করোনা সংক্রমন একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে। প্রতিদিনের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা একটি ট্রেন্ড ধরে চলছে। বাড়ছে ও না কমছে ও না। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তুলনা করলে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো হলেও আত্মতুষ্টির সু্যোগ নেই। এর ই মধ্যে রাজধানী ঢাকায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

তিনি সকলকে করোনা ভাইরাস অতি দ্রুত চলে যাবে এমন না ভেবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

0Shares