গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় দুই কিশোরীসহ ১০ মহিলা আহত

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় দুই কিশোরীসহ ১০ মহিলা আহত

ডায়ালসিলেট::সিলেটের গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় দুই কিশোরীসহ ১০ জন মহিলা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৪ জন মহিলা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও গুরুতর আহত আরো ৬ মহিলা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নারীদের উপর বর্বরোচিত এই হামলার ঘটনাটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামে ঘটে। হামলার ঘটনায় লেঙ্গুড়া গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে কালা মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালা মিয়া বাদী হয়ে থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)সকাল ৮ টার দিকে কালা মিয়ার পৈতৃক জমিতে এজাহারে উল্লেখিত দুই কিশোরীসহ ১২/১৩ জন মহিলা সবজি তলায় কাজ করছিলেন। এসময় লেঙ্গুড়া গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে মকদ্দস মিয়া, মছব্বির মিয়া, মশ্রব আলী কইতরের ছেলে কামরুল ইসলাম, মছব্বির মিয়ার ছেলে নজরুল ইসলাম, মৃত শুক্কুর আলীর ছেলে রাজীব মিয়া, মশ্রব আলী কইতরের ছেলে সুমন। সবজি তলায় কাজে ব্যস্ত মহিলাদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এঘটনায়
আহতদের মধ্যে লেঙ্গুড়া গ্রামের মৃত ইসলাম উদ্দিনের স্ত্রী হানিফা বেগম, মঈন উদ্দিনের স্ত্রী তেরাবান বিবি, মৃত বশির উদ্দিনের স্ত্রী নেওয়ারুন, সেলিমের স্ত্রী রুমানা বেগম, ইসলাম উদ্দিনের মেয়ে এবারুন নেছা, মঈন উদ্দিনের মেয়ে রাশিদা বেগম।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, লেঙ্গুড়া গ্রামে হামলার ঘটনায় মৃত ইসলাম উদ্দিনের ছেলে কালা মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0Shares