
ডায়ালসিলেট::
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার ঘটনায় মূল অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (সাময়িক বরখাস্তকৃত) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়।
পুলিশের দাবি, সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় জনতার সহায়তায় জেলা পুলিশের একটি দল কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, বিকেল ৩টার দিকে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসার জন্য পুলিশের একটি দল আকবরকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসার খবর শুনে এর সামনে উৎসুক জনতার ভীড় তৈরি হয়। সোমবার বিকেল থেকে হাজারও মানুষ পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগানের মাধ্যমে আকবরের ফাঁসি দাবি করেন।
এ/